ফের সুখবর মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)। মঙ্গলবার চিতা বীরা ২টি শাবকের জন্ম দিয়েছে। এর ফলে কুনোয় মোট চিতার সংখ্যা বেড়ে হল ২৬টি, যার মধ্যে ১৪টি বাচ্চা রয়েছে৷ রাজ্যে চিতাবাঘের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন- এবার আমেরিকার পণ্যে পাল্টা শুল্ক চিনের! জল মাপছে ভারত
শাবকের ছবি প্রকাশ করে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই খবর জানিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে, অগ্নি এবং বায়ু, দুটি পুরুষ চিতা, আন্তর্জাতিক চিতা দিবসে পালপুর বনাঞ্চলের কাছে কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ছাড়া হয়েছিল। দুটি চিতাই ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে স্থানান্তরিত হয়েছিল।