লিলুয়ার টিএল জয়সওয়াল হাসপাতালে চালু হল ১৫ শয্যার ডায়ালিসিস (Dialysis) ইউনিট। এখানে ২৪ ঘণ্টা বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা মিলবে। মঙ্গলবার এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৈলাস মিশ্র। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তবজিল আহমেদ, রিয়াজ আহমেদ, সুবীর রাউত, বেবী জানা, হাসপাতালের সুপার ডাঃ বীরেন্দ্রনাথ সোরেন সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
ডায়ালিসিস ইউনিটের পাশাপাশি এদিন এখানে অত্যাধুনিক মানের ৩ শয্যার আরও ঝাঁ চকচকে জরুরি বিভাগও চালু হল। এদিন ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জানান, ‘এখানে সবসময়ের জন্য বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা পাওয়া যাবে। যেকোনও সরকারি হাসপাতালের প্রেসক্রিপশন নিয়ে এলে সবাই এখান থেকে নিখরচায় ডায়ালিসিস পরিষেবা পাবেন। বালি, বেলুড়, লিলুয়া ও উত্তর হাওড়ার মানুষদের জন্য এই প্রথম বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু হল।
আরও পড়ুন- মালগাড়ির সংঘর্ষ যোগীরাজ্যে, প্রশ্ন নজরদারি নিয়ে
এছাড়াও এদিন নতুন রূপে চালু হওয়া তিন শয্যার ইর্মাজেন্সি বিভাগেও সমস্ত আপদকালীন চিকিৎসারও ব্যবস্থা থাকবে। এরই পাশাপাশি এই হাসপাতালে চিকিৎসকদের নামের তালিকা, খালি শয্যার সংখ্যা উল্লেখ করে একটি ডিসপ্লে বোর্ড শীঘ্রই গেটের কাছে টাঙানো হবে। হাসপাতাল বিল্ডিংয়েরও আমূল সংস্কার করা হবে। আগামী দিনে এই হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ এই হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হওয়ায় বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা। কিছুদিনের মধ্যে এই হাসপাতালে সিসিইউ ইউনিট ও রক্ত মজুত করে রাখার ব্যবস্থাও চালু হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।