কাল শুরু বিজিবিএস, তার আগেই তারকাখচিত চা–চক্র

Must read

প্রতিবেদন : আরও একবার ইতিহাসের মুখোমুখি হতে চলেছে বাংলা। আরও একবার বিনিয়োগের ডালি নিয়ে ৪০টি দেশের ২০০ বিদেশি প্রতিনিধি হাজির হচ্ছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS 2025)। কাল বুধবার দুপুর ২টোয় রাজরহাট-নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তার আগে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সরকারের উদ্যোগে হয়ে গেল চা-চক্র। হোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের আগেই যিনি পৌঁছেছেন ইকোপার্ক উৎসারি গ্লাস হাউস। পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগে ডিনার হত এখন আর ডিনার করা হচ্ছে না। একটা চা-চক্রের আয়োজন হয়েছে। এখনও পর্যন্ত ২২টি অ্যাম্বাসেডর আসতে পেরেছে। প্রায় ৪০টা দেশ আসছে। তার মধ্যে ২০টি পার্টনার কান্ট্রি। ২০০ ফরেন ডেলিগেটস। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রোগ্রামটা একেবারে ইউনিক। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। ভুটানের প্রধানমন্ত্রীর আসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, অক্টোবর মাসেই কনফার্ম করেছেন আসবেন। মুকেশ আম্বানি আসবেন। আমাদের এখানের সমস্ত ক্যাপ্টেন অফ দি ইন্ডাস্ট্রিও আসবেন। যাঁরা প্রত্যেক বছর আসেন তাঁরা সকলেই আসবেন। এছাড়াও অতিরিক্ত অনেকেই আসছেন। আমাকে বলেছিলেন আসবেন, কাল আসার কথা ভুটানের প্রাইম মিনিস্টারের। কিন্তু দিল্লির সঙ্গে শুনছি কিছু সমস্যা হয়েছে। আমি চাই ওনারা আসুক কারণ ভুটান বাংলার সীমান্ত। আমাদের নিজেদের সম্পর্ককে আরও মজবুত করে তুলতে হবে।
এদিনের চা-চক্রে অনেক অতিথি, অভ্যাগত, শিল্পপতিরা এসেছিলেন। ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়ার মতো প্রথম সারির শিল্পপতিরা। মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। মিলনমেলার মতো এক অন্য পরিবেশ তৈরি হয়। শিল্প সম্মেলনের (BGBS 2025) আগের সন্ধ্যার এই চা-চক্র বুঝিয়ে দিল— এবারের শিল্প সম্মেলন সব দিক থেকেই হতে চলেছে বিশাল মাপের।

আরও পড়ুন- রাজ্যের নাম হোক বাংলা, রাজ্যসভায় বললেন ঋতব্রত

Latest article