লোক হাসালেন প্রধানমন্ত্রী

এবারেও তিনি নীরব মোদি!

Must read

প্রতিবেদন: এবারেও তিনি নীরব মোদি (Modi)! প্রায় পৌনে দু’ঘণ্টা ধরে লোকসভায় দাঁড়িয়ে নিজের সরকারের গুণগান এবং নির্লজ্জ আত্মপ্রচার করলেও প্রয়াগরাজে কুম্ভের মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে একটিও শব্দ খরচ করলেন না৷ সরকারিভাবে মৃত ৩০ জন পুণ্যার্থীর স্মৃতির উদ্দেশ্যে সামান্য শ্রদ্ধাও নিবেদন করলেন না৷

আরও পড়ুন-হাইকোর্টেও জামিন পেলেন না চিন্ময়কৃষ্ণ

অতীতে যে প্রধানমন্ত্রীকে মাঝে মাঝেই কাঁদতে দেখা গিয়েছে, সেই প্রধানমন্ত্রীর চোখ দিয়ে আজ এক ফোঁটা জলও বেরোল না, ৩০টি অসহায় প্রাণ চলে যাওয়ার পরে তার গলা একবারের জন্যও কাঁপল না৷ কেন উত্তরপ্রদেশ সরকার ডেথ সার্টিফিকেট ছাড়াই কুম্ভে মৃত ব্যক্তিদের মৃতদেহ তাদের নিজেদের রাজ্যে ফেরত পাঠাচ্ছে, সেই বিষয়েও মুখে কুলুপ প্রধানমন্ত্রীর৷ ঘটনাচক্রে বুধবার দিল্লি বিধানসভা ভোটের দিনই কুম্ভস্নান করবেন প্রধানমন্ত্রী৷

Latest article