কবিতায় ফুটে উঠেছে বাস্তবতা, নাথালিয়ার বই উদ্বোধনে ব্রাত্য

প্যালেস্টাইনের গাজায় যা ঘটছে নাথালি হ্যান্ডেল ওর কবিতায় সে বার্তা নিয়ে এসেছে। বইটির সম্পূর্ণ বাংলা অনুবাদ মঙ্গলবার উদ্বোধন হয়।

Must read

প্রতিবেদন : প্যালেস্টাইন, গাজায় এখন অস্থির পরিস্থিতি। এই আবহে দাঁড়িয়েই সেখানে প্রেক্ষাপট নিয়ে কবিতা লিখেছেন ন্যাথেল হ্যান্ডেল। যার শীর্ষক জিওগ্রাফি অফ লস (অনুপস্থিতির মানচিত্র)। এদিন এই বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কবি সুবোধ সরকার, গৌতম দত্ত। এদিন ব্রাত্য বসু বলেন, সংবেদনশীল লোকেরা আসলে পরিসর খোঁজে। যে পরিসরে সে পায় না। তাঁকে বারবার নিজস্ব চিন্তা, ভাবনা, ঘর থেকে চ্যুত হতে হয়। ওর কবিতায় সেই বাস্তবতা ফুটে উঠেছে।

আরও পড়ুন-কলকাতার সৌন্দর্যায়নে জোর রাজ্যের পান-গুটখার পিক ফেললে এবার জরিমানা

প্যালেস্টাইনের গাজায় যা ঘটছে নাথালি হ্যান্ডেল ওর কবিতায় সে বার্তা নিয়ে এসেছে। বইটির সম্পূর্ণ বাংলা অনুবাদ মঙ্গলবার উদ্বোধন হয়। বইয়ের কবিতাগুলি অনুবাদ করেছেন ব্রাত্য বসু, সুবোধ সরকার, গৌতম দত্ত। ব্রাত্য আরও বলেন, সাহিত্য, রাজনীতির ছাড়াও মানবিক দিক থেকেও এই কবিতা সুদূরপ্রসারী এবং তাৎপর্যপূর্ণ।
নাথালিয়া বলেন, আমি কৃতজ্ঞ কলকাতায় বই প্রকাশ করতে পেরে। আমি জানি না কবিতা শান্তি ফেরাতে পারবে কি না। কিন্তু এর আলাদা জগৎ আছে। কবিতা ছাড়া গঠনতান্ত্রিক ভাষা হতে পারে না। এদিন সুবোধ সরকার কবির বইয়ের খানিকটা অংশের অনুবাদ পড়ে শোনান।

Latest article