কলকাতায় বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে বিস্ফোরণ

আতঙ্কে চিৎকার শুরু করে দেন হাসপাতালের রোগীরা। শুধু তাই নয়, হাসপাতালের সামনে ফুটপাথে থাকা মানুষও রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে।

Must read

কলকাতায় (Kolkata) বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল জানলার কাঁচ। সেই সময় অপারেশন থিয়েটারে কেউ না থাকায় বড় কোন দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইতিমধ্যেই এন্টালি থানার পুলিশ (Entally Police station) ঘটনার তদন্তে নেমেছে। কলকাতার এন্টালি থানা এলাকায় সিআইটি রোডের ওপর এই বেসরকারি হাসপাতালটি অনেকটাই পুরনো। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ বেসরকারি হাসপাতালের দোতলার অপারেশন থিয়েটারে বিকট আওয়াজ হয়। এরপরেই বহুতলের একাধিক জানলার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে চিৎকার শুরু করে দেন হাসপাতালের রোগীরা। শুধু তাই নয়, হাসপাতালের সামনে ফুটপাথে থাকা মানুষও রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে।

আরও পড়ুন-অপমৃত্যুতে পুলিশের করণীয় নিয়ে নির্দেশিকা লালবাজারের

প্রাথমিকভাবে মনে করা হয় অপারেশন থিয়েটারে অক্সিজেন বা অন্য কোনও গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েছে। কিন্তু পরে দেখা যায় শল্যচিকিৎসার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার অটোক্লেভ মেশিনটি ফেটে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এন্টালি থানার পুলিশ। কী ভাবে বিস্ফোরণ হল সেই বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। যান্ত্রিক ত্রুটি, না এই ঘটনার নেপথ্যে কারও গাফিলতি আছে সেটাই জানার চেষ্টা চলছে। রাত সাড়ে আটটায় বিকট শব্দে এই বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা প্রথমে মনে করে বাড়িটাই ভেঙে পড়বে। পরে দেখা যায় জানলার কাঁচ ভেঙে পড়ছে।

Latest article