বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা জিন্দলের

তিনি বলেন, বাংলায় একদিনও শ্রম দিবস নষ্ট হয় না। না। বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন তিনি।

Must read

বুধবার, BGBS মঞ্চে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল (Sajjan Jindal)। তিনি বলেন, বাংলায় একদিনও শ্রম দিবস নষ্ট হয় না। না। বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন-মুছে গেল ইতিহাস, ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ কেন্দ্রের

জিন্দল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল (Sajjan Jindal) বলেন, ”বাংলার মতো শিল্পবান্ধব পরিবেশ অন্য রাজ্যে পাওয়া যায় না। এখানে একদিনও শ্রমদিবস নষ্ট হয় না।” এরপরেই বিনিয়োগের ঘোষণা করেন জিন্দাল। তিনি বলেন, ”বাংলা মানেই ব্যবসা। রফতানি ক্ষেত্রে বাংলার অবস্থান সেরা। শালবনী পাওয়ার প্ল্যান্টের জন্য ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দল। জেএসডব্লিউ গ্রুপ দুর্গাপুর বিমানবন্দরের পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে চলেছে। এই বিনিয়োগ সার্বিকভাবে গোটা দুর্গাপুর অঞ্চলের উন্নয়ন ঘটাবে।দেশের পাওয়ার হাউজ হবে বাংলা।”

আরও পড়ুন-”সরকার খুব সাহায্য করে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করুন” বার্তা সৌরভের

সজ্জন জিন্দাল বলেন, ”বাংলাকে ইকনমিক পাওয়ার হাউজ বানানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। বাংলা তুলনামূলক ভাবে পলিসি গঠন করছেন শিল্প গঠনের জন্যে। বাংলা বরাবর নতুন নতুন আইডিয়ার জন্ম দেয়। JSW বাংলায় কাজ করে। আমাদের সিমেন্ট প্লান্ট বাংলায় চলছে। আমরা একদিনও শ্রম দিবস নষ্ট করি না। শ্রমিক সমস্যা হোক বা অন্য কিছু আমাদের কাজে অসুবিধা হয় না। দুটো মেগা পাওয়ার প্লান্ট আমরা শালবনীতে গড়ব। আমাদের উদ্দেশ্য বাংলায় কাজ করা। JSW শিল্প পার্ক গড়ছে ২০০০ একর জায়গা নিয়ে। আমরা দুর্গাপুর বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। কর্ম সংস্থান একটা বড় উদ্যোগ।”

Latest article