ইস্টবেঙ্গলে এলেন ক্যামেরুনের মেসি

Must read

প্রতিবেদন: ইস্টবেঙ্গলে সই করলেন ক্যামেরুনের ৩২ বছরের ফরোয়ার্ড রাফায়েল এরিক মেসি বাউলি (Raphaël Messi Bouli)। পাঁচ বছর আগে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়ে এক মরশুম খেলেছেন। ২০১৯-২০ মরশুমে কেরলের জার্সিতে ১৭ ম্যাচে ৮ গোল করেছিলেন ক্যামেরুনের মেসি। এরপর চিনের বিভিন্ন ক্লাব ঘুরে ফিরছেন ভারতে। এবার লাল-হলুদ জার্সি পড়বেন মেসি বাউলি (Raphaël Messi Bouli)। শনিবারের চেন্নাইয়িন ম্যাচের আগেই তাঁকে শহরে আনার চেষ্টা চলছে। এদিনই ইস্টবেঙ্গলের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, হিজাজি মাহের বাকি মরশুমের জন্য ছিটকে গিয়েছেন।
গোলস্কোরার হিসেবে ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন ক্লাবে। গত চার বছরে চিনের দ্বিতীয় ডিভিশনের তিনটি ক্লাবের হয়ে ৫৭ গোল করেছেন। পাশাপাশি রয়েছে ১৭ গোলে অ্যাসিস্ট। গত বছর চিনা ক্লাব শিজিয়াঝুয়াং গোংফুর হয়ে ১৮ ম্যাচে করেছেন ৯ গোল।

আরও পড়ুন- পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপির গুণ্ডামি নির্লজ্জ ভোটলুঠ দিল্লির নির্বাচনে

প্রশ্ন হল, ইস্টবেঙ্গলের কি বিদেশি স্ট্রাইকার নেওয়ার আদৌ দরকার ছিল? যখন বিদেশি একজন সেন্টার ব্যাক বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছেন। স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোও ম্যাচ খেলার জন্য একশো শতাংশ ফিট হতে পারেননি। বর্তমান পরিস্থিতিতে বিদেশি সেন্টার ব্যাক অথবা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিও বেশি দরকার ছিল। এমনও শোনা যাচ্ছে, চোটে বাকি মরশুমে অনিশ্চিত ক্লেটন সিলভার পরিবর্ত হিসেবেই নাকি মেসি বাউলিকে নেওয়া হয়েছে। তাহলে কি হিজাজির জায়গায় একজন সেন্টার ব্যাক নেওয়া হবে? সেই সম্ভাবনা ক্ষীণ। কারণ, ক্লাবের ইনভেস্টর দু’জন নয়, একজন পরিবর্তের জন্য খরচ করতে রাজি হয়েছে।

Latest article