লগ্নিতে টাটাও আগ্রহী : মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে টেলিফোনিক কথোপকথনে বাংলায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা।

Must read

প্রতিবেদন : বাংলায় লগ্নিতে আগ্রহী টাটা গোষ্ঠী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে টেলিফোনিক কথোপকথনে বাংলায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা। বুধবার বিজিবিএসের (BGBS) প্রথম দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, টাটা সন্সের এখন যিনি দায়িত্বে, সেই চন্দ্রশেখরনজির সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তাঁরা বাংলার কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন-দিনের কবিতা

একইসঙ্গে তিনি বলেন, টাটাদের তিনি অনুরোধ করেছেন, কলকাতা থেকে ইউরোপে সরাসরি উড়ান চালু করতে। তাঁর এই প্রস্তাবে টাটাগোষ্ঠী নিমরাজি নয় বলেই মুখ্যমন্ত্রীর মনে হয়েছে। তাঁর কথায়, ওঁদের সঙ্গে কথা বলে আমার বিষয়টি পজিটিভ বলেই মনে হয়েছে। বিজিবিএস প্রসঙ্গে তিনি বলেন, চন্দ্রশেখরণজির বিশেষ কাজ থাকায় তিনি আসতে পারেননি বলে জানিয়েছেন। তবে তাঁদের সিইও-সহ কয়েকজনের একটি টিম পাঠিয়েছেন।

Latest article