মেয়েদের খেলায় রূপান্তরকামীদের নিষিদ্ধ ট্রাম্পের!

Must read

মহিলাদের খেলায় রূপান্তরকামী (transgender) অ্যাথলিটদের নিষিদ্ধ করেই থামছেন না ডোনাল্ড ট্রাম্প। বরং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের আগে সার্বিকভাবে মহিলাদের খেলা থেকে রূপান্তকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) উপরে চাপ তৈরির পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, ২০২৮ সালে যখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর বসবে, তার আগেই যেন এই নিয়ম পালটে ফেলা হয়।

ট্রাম্প যে আদেশনামা জারি করেছেন, তাতে দাবি করা হয়েছে, মহিলাদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ‘সেক্স’ (বায়োলজিক্যাল দিক) বিবেচনা করে দেখা উচিত। লিঙ্গ পরিচয় বা টেস্টোটেরনের কম থাকার মতো বিষয়কে বিবেচনা করে কাউকে মহিলা খেলাধুলোয় অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। তবেই মহিলা অ্যাথলিটদের স্বার্থ সুরক্ষিত হবে।

আরও পড়ুন-তামিলনাড়ুর ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ শিক্ষক!

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন যে, আমেরিকায় এ বার থেকে সরকারি খাতায় দু’টিই লিঙ্গ থাকবে— পুরুষ এবং স্ত্রী। এর বাইরে আর কোনও লিঙ্গপরিচয়কে স্বীকৃতি দেওয়া হবে না! চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ট্রাম্প জানিয়ে দেন, শীঘ্রই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশও জারি করবেন।
রূপান্তরকামীদের (transgender) জন্য এর আগে সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। চার বছর আগে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই বাইডেন এই নীতি চালু করেছিলেন। ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসতেই ওই নীতি বদলে ফেলতে উদ্যোগী হন।

Latest article