সংবাদদাতা, বীরভূম : বাংলার শিল্পোন্নয়নে ঐতিহাসিক দিন! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতোই বৃহস্পতিবার জেলা প্রশাসনের উপস্থিতিতে মহাসাড়ম্বরে শুরু হয়ে গেল দেউচা-পাঁচামির (Deucha Pachami) কয়লা শিল্পের প্রাথমিক পর্বের কাজ। বুধবারই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী দেউচা-পাঁচামির কাজ শুরুর কথা ঘোষণা করেন। তারপরই এদিন ভূমিপুজোর মধ্যে দিয়ে দেউচা-পাঁচামির (Deucha Pachami) কয়লা শিল্পের শুভারম্ভ হল। সেই নিয়ে বিজিবিএস-এর মঞ্চ থেকে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে বন দফতরের জমিতেই কয়লা-শিল্প গড়ে উঠবে দেউচা-পাঁচামিতে। এদিন সকালে ভূমিপুজোয় উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার আমনদীপ-সহ অন্য আধিকারিকরা। জেলাশাসককে ঘিরে ধরে স্থানীয়রা ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। তাঁদের বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য প্রচুর কাজ করছেন। আমরা সময়মতো লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছি। এখানে শিল্প হলে আমাদের পরিবারগুলো যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবে, তেমনি এলাকার আর্থিক মানোন্নয়নও হবে।
আরও পড়ুন-শিকল পরিয়ে দেশে ফেরাল আমেরিকা! চাপে পড়ে সাফাই জয়শঙ্করের