প্রতিবেদন: উত্তরাখণ্ডে আয়োজিত ৩৮তম জাতীয় গেমসে তিরন্দাজির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করলেন মালদার ছেলে জুয়েল সরকার। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েলের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিনন্দন জানিয়েছেন জুয়েলকে।
মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে অভিনন্দনবার্তায় লিখেছেন, ‘‘উত্তরাখণ্ডে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় গেমস ২০২৫-এ ব্যক্তিগত রিকার্ভ ৭০ মিটার ইভেন্টে স্বর্ণপদক জেতার জন্য ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির সেরা তিরন্দাজ এবং শিক্ষার্থী জুয়েল সরকারকে অভিনন্দন।’’ মুখ্যমন্ত্রীর পাশাপাশি জুয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন-সহজ জয়েও কাঁটা রোহিতের ফর্ম
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নজরদারিতে তৈরি হওয়া রাজ্য সরকার পরিচালিত ঝাড়গ্রাম আর্চারি অ্যাকাডেমি থেকেই উঠে আসা জুয়েল জাতীয় গেমসে বাংলার হয়ে সোনা জিতে প্রমাণ করলেন যে, এই অ্যাকাডেমি সঠিক পথেই এগোচ্ছে। ২০১৮ সাল থেকে এই অ্যাকাডেমির ছাত্র জুয়েল। মাত্র ১২ বছর বয়সে অ্যাকাডেমিতে যোগ দেন। এবার জাতীয় গেমসে সোনা জিতে নিজের প্রতিভার পরিচয় দিলেন তিনি। জুয়েলকে সামনে রেখেই অলিম্পিক পদকের স্বপ্ন দেখছে বাংলা তথা ভারতের ক্রীড়ামহল। বৃহস্পতিবার জাতীয় গেমসের নবম দিনে তিরন্দাজির ব্যক্তিগত ৭০ মিটার রিকার্ভ ইভেন্টে জুয়েলের সোনা জয়ই সেরা সাফল্য। পাশাপাশি মেয়েদের ফুটবলে বাংলা এদিন দিল্লিকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে।