নরহরির গোলে জয়ের হ্যাটট্রিক

আগের ম্যাচে মোহিত মিত্তল লাল কার্ড দেখায় এদিন তাঁর জায়গায় সুপ্রদীপ হাজরা মাঝমাঠে শুরু করেন। চোটের কারণে রাঘব ছিলেন না।

Must read

প্রতিবেদন: আই লিগের দ্বিতীয় ডিভিশনে শুরুতেই জয়ের হ্যাটট্রিক করে ছুটছে ডায়মন্ড হারবার এফসি। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে মণিপুরের ক্লাসা এফসি-কে ১-০ গোলে হারাল কিবু ভিকুনার দল। খেলার শুরুতেই একমাত্র গোলটি করেন নরহরি শ্রেষ্ঠা। সুযোগ নষ্ট না করলে বড় ব্যবধানে জিততে পারত ডায়মন্ড হারবার। ট্রাউ, স্পোর্টিং ক্লুব দ্য গোয়াকে হারানোর পর ক্লাসার বিরুদ্ধে জিতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আই লিগ টু-এ শীর্ষে কিবুর দল। আই লিগের মূলপর্বে খেলার স্বপ্ন দেখা শুরু ডায়মন্ড হারবারের।

আরও পড়ুন-সোনা জুয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগের ম্যাচে মোহিত মিত্তল লাল কার্ড দেখায় এদিন তাঁর জায়গায় সুপ্রদীপ হাজরা মাঝমাঠে শুরু করেন। চোটের কারণে রাঘব ছিলেন না। তাঁর জায়গায় মাঝমাঠে সুপ্রদীপের পাশে খেলেন পিন্টু মাহাতো। আগের ম্যাচে ফরোয়ার্ড লাইনে খেলা পিন্টুর জায়গায় শুরু করেন রবিনসন। ম্যাচের ৪ মিনিটের মাথায় গোল পেয়ে যায় ডায়মন্ড হারবার। গোল করেন নরহরি। সন্তোষ ট্রফিতে বাংলার জার্সিতে হোক বা ক্লাবের হয়ে, নিয়মিত গোল করেই চলেছেন এই বাঙালি স্ট্রাইকার। শুরুতে এগিয়ে গেলেও সেই সুবিধার পুরোপুরি ফায়দা নিতে পারেনি কিবুর দল। বরং প্রথমার্ধ জুড়ে ছন্দ হাতড়ে বেড়ায় ডায়মন্ড হারবার। প্রেসিং ফুটবল খেলে ক্লাসা। তবে অয়ন মণ্ডল, রবিলাল মাণ্ডিদের ডায়মন্ড রক্ষণকে সমস্যায় ফেলতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ডায়মন্ড হারবারের আক্রমণে ঝাঁজ বাড়ে। দু’টি বদল করেন কোচ কিবু। রক্ষণে রবিলালকে তুলে অজিত কুমার এবং আক্রমণে রবিনসনের জায়গায় অ্যালিস্টার অ্যান্থনিকে নামিয়ে দেন তিনি। গোলের সুযোগও তৈরি হয়। নরহরি একটি সহজ সুযোগ নষ্ট না করলে গোলের ব্যবধান বাড়িয়ে নিতে পারত ডায়মন্ড হারবার। আরও কয়েকবার গোলের লকগেট খুলেও বল জালে জড়াতে পারেনি তারা। শেষ দিকে নরহরিকে তুলে দিলীপ ওরাওঁকে নামানো হলেও গোলের ব্যবধান বাড়েনি ডায়মন্ড হারবারের।
ম্যাচ শেষে কোচ কিবু বলেন, ‘‘প্রথমার্ধে আমরা ভাল খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে গোলের কাছে পৌঁছেছি। সুযোগ কাজে লাগাতে পারলে আমরা আরও বেশি গোলে জিততে পারতাম।’’ সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শুরুতেই পরপর তিন ম্যাচ জেতায় দলের আত্মবিশ্বাস ভাল জায়গায় থাকবে। লম্বা লিগে এটা খুব গুরুত্বপূর্ণ।’’

Latest article