ত্রিবেণীতে ভূমিপুজোর মধ্য দিয়ে সূচনা হল অনুকুম্ভের

গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। মাঘ সংক্রান্তিতে ত্রিবেনী হয়ে উঠতো মিনি কুম্ভ। সেই ধারা চলে আসছে আজও।

Must read

সংবাদদাতা, ত্রিবেণী : গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। মাঘ সংক্রান্তিতে ত্রিবেনী হয়ে উঠতো মিনি কুম্ভ। সেই ধারা চলে আসছে আজও। এবছরও আয়োজন করা হয়েছে কুম্ভ মেলার। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হবে সেই মেলা। বরানগর আমল বাজার মঠের স্বামী সারদাত্মা নন্দ বলেন, আমরা এই মেলাকে হেরিটেজের রূপ দিতে চাই। যেকোনো দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কাছ থেকে যথাযথ সাহায্য চাইছি। অংকুণ্ডে যোগ্য এবং ধর্ম সম্মেলন হবে। নগর কীর্তনের পরে হবে শাহী স্নান। ভান্ডারা দেওয়া হবে সাধুদের, হবে ধর্ম আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন-নরহরির গোলে জয়ের হ্যাটট্রিক

যেহেতু ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং তার মধ্যেই এই কুম্ভ মেলা হচ্ছে, সেই কারণে মেলার কয়েক কিলোমিটার এর মধ্যে পাঁচটি স্কুলে পরীক্ষা কেন্দ্র করা হয়নি। জেলাশাসক দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মন্ত্রী বেচারাম মান্না। পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের আধিকারিকরাও। বেচারাম মান্না জানান, প্রয়াগের অভিজ্ঞতা থেকে ত্রিবেনী কুম্ভের জন্য সতর্কতা নেওয়া হচ্ছে।পূন্যার্থীরা যাতে নিরাপদে আসতে যেতে পারেন তার দিকে নজর দেওয়া হবে। ত্রিবেনী কুম্ভ যেখানে হবে সেই ঘাটের পাশেই রয়েছে গাজি দরগা। একই সময় সেই দরগায় উড়স উৎসব হবে।সেখানেও বহু মানুষ আসেন মেলা বসে। তাই দুই উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় যাতে থাকে তার দিকেও সতর্ক নজর থাকবে।

Latest article