হস্তশিল্পের সম্ভার নিয়ে ‘বাংলার হাট’ ডিজিটাল প্রদর্শনী ‘বাংলাকে দেখো’

Must read

প্রতিবেদন : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসরে ছিল বাংলার হস্তশিল্পের সম্ভার। নিউ টাউনের সিটি স্কয়ার গ্রাউন্ডের বসেছিল হস্তশিল্প মেলা। বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলন শেষে সেই মেলা ঘুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন, এখানেই তৈরি হবে হস্তশিল্পের বাজার। সেই বাজারের নাম হবে ‘বাংলার হাট’। একইসঙ্গে তিনি জানান, ‘বাংলাকে দেখো’ নামে একটি ডিজিটাল প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।

আরও পড়ুন-ত্রিবেণীতে ভূমিপুজোর মধ্য দিয়ে সূচনা হল অনুকুম্ভের

বাংলার বিভিন্ন শিল্প কলা নিয়ে হস্তশিল্প মেলায় ৫০টিরও বেশি স্টল রয়েছে। তাঁতের শাড়ি থেকে বেতের ঝুড়ি, কী নেই সেখানে! মেলা-ঘুরে মুখ্যমন্ত্রী বেতের বোনা ঝুড়ি ও ইলেকট্রিকের হ্যারিকেন কেনেন। হস্তশিল্পীদের উৎসাহ দেন। শাড়ির দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন শাড়ির দাম? শাড়ি বানাতে কত সময় লেগেছে, জানতে চান। মাদুর দোকানের গিয়েও দাম জিজ্ঞাসা করেন। এবার হস্তশিল্প মেলা ইকো পার্কের জায়গায় অনুষ্ঠিত হয়ে গেল নিউ টাউনের সিটি স্কয়ার গ্রাউন্ডে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্দিষ্ট স্থানে ফুড পার্কও রয়েছে।

Latest article