প্রতিবেদন: বঙ্গবন্ধুর বাড়িতে নির্বিচার ধ্বংসলীলা দেখে আলোড়িত বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের সমর্থক বাঙালি জাতি। ভারতে নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাশিতভাবেই এই ঘটনায় যন্ত্রণাবিদ্ধ।
আরও পড়ুন-হস্তশিল্পের সম্ভার নিয়ে ‘বাংলার হাট’ ডিজিটাল প্রদর্শনী ‘বাংলাকে দেখো’
ফেসবুক লাইভে আওয়ামি লিগ কর্মী-সমর্থকদের উদ্দেশে আবেগতাড়িত বঙ্গবন্ধুকন্যা বলেন, এত হামলা-তাণ্ডবের পরেও যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে অবশ্যই আমাকে কিছু কাজ করতে হবে। তা না হলে এতবার মৃত্যুকে পরাজিত করতে পারতাম না। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের বিরুদ্ধে তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা বলেন, কেন বাড়িতে আগুন দেওয়া হল? আমি বাংলাদেশের মানুষের কাছে বিচার চাইছি। আমি কি আমার দেশের জন্য কিছু করিনি? তাহলে এত অপমান কেন?