মোদির দ্বিচারিতা, আমেরিকার অমানবিকতার প্রশ্নেও মৌনব্রত

দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে গেল মোদির দ্বিচারিতা।

Must read

প্রতিবেদন: দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে গেল মোদির দ্বিচারিতা। প্রশ্ন উঠেছে মার্কিন সফরের আগে ট্রাম্পকে খুশি রাখতেই কি সেদেশের অমানবিকতার প্রশ্নে মৌনব্রত মোদির? মহাকুম্ভের দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেননি তিনি৷ দুঃখপ্রকাশ করেননি মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে৷ একইরকভাবে নীরব থেকেছেন অগ্নিগর্ভ মণিপুর নিয়েও৷

আরও পড়ুন-পাকিস্তান সেনার উল্লাস

এর পরে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পূর্ণ মৌন থাকলেন আমেরিকা থেকে হাতে পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দের দেশে ফেরানোর মতো দুর্ভাগ্যজনক ঘটনা নিয়েও৷ প্রধানমন্ত্রীর এই অবস্থানকে তীব্র সমালোচনা করেছে বিরোধী শিবির৷ তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের কটাক্ষ, আরও একটা ভাষণ, সেই একই পুরনো চিত্রনাট্য৷ মহামান্য রাষ্ট্রপতির ভাষণ যেভাবে লিখে দিয়েছিল এনডিএ সরকার, ঠিক সেইভাবেই এদিন প্রধানমন্ত্রীর ভাষণে ঠাঁই পায়নি দশটি গুরুত্বপূর্ণ শব্দ৷

Latest article