এমএসএমই, অভিষেকের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারল না কেন্দ্র

কিন্তু যথারীতি এর কোনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি কেন্দ্রের এমএসএমই দফতরের প্রতিমন্ত্রী সুশ্রীশোভা করন্দলাজে।

Must read

প্রতিবেদন : কোনও সদুত্তর নেই কেন্দ্রের কাছে। নেই স্বচ্ছতাও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের কোনও সদুত্তর মিলল না কেন্দ্রের পক্ষ থেকে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষেত্রে রাজ্যভিত্তিক সুনির্দিষ্ট তথ্য এবং পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের কাছে আছে কি না লোকসভায় তা জানতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-মোদির দ্বিচারিতা, আমেরিকার অমানবিকতার প্রশ্নেও মৌনব্রত

বিশেষ করে এই উদ্যোগের বিকাশে ঋণদানের সংখ্যা কত, বন্ধক এবং বন্ধক ছাড়া ঋণদানের অঙ্ক গত ৫ বছরে ঠিক কত, সেটাই ছিল তাঁর জিজ্ঞাস্য। কিন্তু যথারীতি এর কোনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি কেন্দ্রের এমএসএমই দফতরের প্রতিমন্ত্রী সুশ্রীশোভা করন্দলাজে। এক্সটেন্ডেড ক্রেডিট লাইন গ্যারান্টির প্রশ্নেও কেন্দ্রের ভূমিকায় স্বচ্ছতার অভাব। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে গভীর অস্বস্তিতে কেন্দ্র।

Latest article