প্রতিবেদন: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করল তৃণমূূল-সহ বিরোধীরা। তৃণমূলের দুই সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাগরিকা ঘোষ সরাসরি অভিযোগ করেন, এভাবে টাকা আটকে রেখে যুক্তরাষ্ট্রীয় নীতির শুধু লঙ্ঘন নয়, অবমাননাও করছে মোদি সরকার।
আরও পড়ুন-এমএসএমই, অভিষেকের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারল না কেন্দ্র
শুধু বাংলার বকেয়া নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব বিরোধী শাসিত রাজ্যের সঙ্গে যেভাবে অন্যায় আচরণ করছে মোদি সরকার, যেভাবে তাদের ন্যায্য পাওনা আটকে রাখা হচ্ছে, তার বিরুদ্ধে বৃহস্পতিবার প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস৷ এই বিষয় নিয়ে রাজ্যসভায় আলোচনার দাবি জানিয়ে বৃহস্পতিবার নোটিশ দিয়েছিলেন দুই তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাগরিকা ঘোষ৷ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় এই নোটিশ খারিজ করার পরেই তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা সবাই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন৷ এর পরে সংসদ কক্ষের বাইরে দাঁড়িয়ে ঋতব্রত বলেন, কেন্দ্রের কাছে বাংলার বকেয়ার পরিমাণ ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা৷ এটা দয়ার টাকা নয়, ভিক্ষের টাকা নয়, এই টাকা বাংলার মানুষের হকের টাকা, এভাবে এই টাকা আটকে রাখা যায় না৷ যেভাবে বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, তাদের ন্যায্য পাওনা আটকে রাখা হচ্ছে, তা পুরোপুরি অগণতান্ত্রিক৷ দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী৷ এই বিষয় নিয়ে আলোচনার জন্যই আমরা নোটিশ দিয়েছিলাম৷ কিন্তু সেই নোটিশ খারিজ করা হয়েছে৷ এর প্রতিবাদেই আমরা সব বিরোধী দলের সাংসদরা একযোগে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছি৷