বঙ্গবন্ধুকে অসম্মানের প্রতিবাদ করতেই গ্রেফতার হুমায়ুন আহমেদের স্ত্রী

Must read

প্রতিবেদন: ধানমন্ডির কলঙ্কিত ঘটনা নিয়ে মুখ খোলার অপরাধে বৃহস্পতিবার সন্ধেয় দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। শাওন হলেন বাংলাদেশের বরেণ্য সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী। ধানমন্ডির বাড়ি থেকেই নামী শিল্পী শাওনকে গ্রেফতার করা হয়। প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন দুই বাংলার সঙ্গীতানুরাগীদের কাছে যথেষ্টই জনপ্রিয়। বঙ্গবন্ধুর প্রতি অসম্মানের প্রতিবাদ জানাতেই দাঁত-নখ বের করে মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করল ইউনুস সরকার। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে
মিথ্যা প্রচারের অভিযোগ এনেছে মৌলবাদী মদতপুষ্ট অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন- প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের

Latest article