কল্যাণীতে বাজি তৈরির কারখানায় আগুন, মৃত চার

Must read

কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের (kalyani Blust) ঘটনায় রাজ্য সরকার রিপোর্ট তলব করেছে। কীভাবে এতবড় বিস্ফোরণ ঘটল, জেলা প্রশাসনের কাছে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার তা জানতে চেয়েছেন।

কল্যাণীর (kalyani Blust) বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন মহিলা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাজির এই কারখানাটিতে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। তীব্র বিস্ফোরণে বাজি কারখানাটির দেওয়াল ভেঙে পড়েছে। ভিতরে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এই অবস্থায় বিস্ফোরণ স্থল ঘুরে খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

আরও পড়ুন- কেন্দ্রের অর্থমন্ত্রীর বাজেট মরীচিকা, বাংলা বিরোধী: সংসদে তুলোধনা অভিষেকের

বিস্ফোরণ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মৃত্যু সবসময়ই দুঃখজনক। এই দুর্ঘটনা কেন ঘটল সবটা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু এই নিয়ে বিরোধীদের মন্তব্য প্রকৃত অর্থে শকুনের রাজনীতি। তিনি বলেন, এটা তো সিপিএম জমানার আর ডি এক্স বোঝাই বিস্ফোরণে বউবাজারে বাড়ি উড়ে যাওয়ার ঘটনা নয়। বাম আমলে মহাকরণের ঢিল ছোড়া দূরত্বে জঙ্গি কার্যকলাপ চলত, মদত দিত সিপিআইএম। বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণ হয়েছে। তাই এই নিয়ে রাজনীতি করার আগে বিরোধীরা নিজেদের এলাকা, রাজ্যে তাকিয়ে দেখুন, কটাক্ষ কুণালের।

Latest article