কুম্ভমেলায় এই নিয়ে তৃতীয়বার আগুন! পুড়ে ছাই শঙ্করাচার্য মার্গ এলাকায় বহু আখড়া

Must read

এই নিয়ে তৃতীয়বার আগুন লাগলো প্রয়াগরাজের মহাকুম্ভ (Maha Kumbh) মেলায়। শুক্রবার সকালে সেক্টর ১৮-র শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে আগুন লাগে বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। হতাহতের কোনও খবর মেলেনি। তবে সংশ্লিষ্ট এলাকায় বহু আখড়া একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। আতঙ্ক ছড়িয়েছে পুণ্যার্থীদের মধ্যে। কাঠগড়ায় বিজেপি রাজ্যের প্রশাসনিক অপদার্থতা।

আরও পড়ুন- কল্যাণীর বিস্ফোরণের ঘটনায় জেলা পুলিশের থেকে রিপোর্ট তলব নবান্নের

প্রয়াগরাজের পুলিশ সুপার সর্বেশ কুমার মিশ্র জানিয়েছেন, কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখা হচ্ছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে। বেশ কয়েকটি আখড়া পুড়ে ছাই। এর আগে গত জানুয়ারিতে ১৯ নম্বর সেক্টরে আগুন লেগেছিল। সেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে তাঁবুগুলিতে। প্রায় ৫০টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভস্নানকে কেন্দ্র করে পদপিষ্টের ঘটনায় তিরিশ জনের মৃত্যু হয়েছে। ঠিক তার পরের দিন অর্থাৎ ৩০ জানুয়ারি সেক্টর ২২-এ আগুন লেগে ১৫টি তাঁবু পুড়ে গিয়েছিল। তারপর আবার হট এয়ার বেলুন দুর্ঘটনা ঘটে। এরপর আজ ফের আগুন। সবমিলিয়ে যোগী রাজ্যে কেন্দ্রের তরফে ‘জাতীয় মেলা’র তকমা পাওয়া মহাকুম্ভের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা বড় প্রশ্নের মুখে।

Latest article