বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর (Indian Army)। ফের একাধিক জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে সেনা ক্যাম্পের ছক বানচাল করল সেনা। ৩ পাক সেনাকর্মী-সহ ৭ জঙ্গি খতম হয়েছে।
আরও পড়ুন- কুম্ভমেলায় এই নিয়ে তৃতীয়বার আগুন! পুড়ে ছাই শঙ্করাচার্য মার্গ এলাকায় বহু আখড়া
ভারতীয় সেনা (Indian Army) বাহিনীর ওপর হামলা চালাতে ছক কষেছিল পাকিস্তানি সেনা। বেশ কয়েক বছর আগেও ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান সেনাকর্মী ব্যাট (BAT)-এর সদস্যরা। এবারও জঙ্গি ও ব্যাট সদস্য মিলে সীমান্ত পারের চেষ্টা চালানোর সময়ই তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনারা। মৃত্যু হয় ৭ জনের।