বইমেলাতেও মমতা-ঝড়, জাগোবাংলায় জনতা-জোয়ার

২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এখনও পর্যন্ত লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের বই সব থেকে বেশি বিক্রি হয়েছে।

Must read

প্রতিবেদন : ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এখনও পর্যন্ত লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের বই সব থেকে বেশি বিক্রি হয়েছে। তাঁর নতুন তিন বই (স্যালুট ২, লিপিবদ্ধ কিছু কাজ, বাংলায় নির্বাচন ও আমরা) সহ ১৫০-র বেশি বই রয়েছে। এ-সবই রয়েছে জাগোবাংলা স্টলে। প্রতিদিন বেলা ১২টায় মেলা শুরু হওয়ার পর থেকে রাত ৮টায় বইমেলা বন্ধ হওয়া পর্যন্ত নেত্রীর বই কিনতে জাগোবাংলা স্টলে উপচে পড়ছে ভিড়। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর তৈরি করা থিমে মাটির বাড়ি, গাছ, কুলুঙ্গি— জাগোবাংলা স্টলে এসব বাড়তি পাওনা। সঙ্গে রয়েছে ‘দু-ব্যাগ মমতা’। নেত্রীর লেখা ১৫০-র বেশি বই দুটি ব্যাগে প্যাকেজ আকারে বিক্রি হচ্ছে এখানে।

আরও পড়ুন-অরূপ-ইন্দ্রনীলের বৈঠকে কাটতে চলেছে জট

এই ভাবনা সাংসদ দোলা সেনের। আর এতেই কেল্লা ফতে। হু হু করে বিক্রি হচ্ছে দু’ব্যাগ মমতা। রাজ্য সামলে, প্রশাসনের যাবতীয় কাজ সামলে, দল ও সংগঠন সামলে তিনি সময় বের করে লেখা চালিয়ে যান। রাজনীতি থেকে সমাজনীতি— বিভিন্ন বিষয়ে তাঁর লেখা এখন চাহিদার তুঙ্গে। আগ্রহী পাঠকেরা চাইলেই দু’ব্যাগ মমতা এগিয়ে দিচ্ছেন জাগোবাংলা স্টলের কর্মীরা। নেত্রীর নতুন তিন বই-সহ দু’ব্যাগ মমতার চাহিদা তুঙ্গে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে দু’ব্যাগ মমতার চাহিদাই বেশি। যেখানে আছে কবিতাবিতান, স্যালুট, স্যালুট-২, লিপিবদ্ধ কিছু কাজ, বাংলায় নির্বাচন ও আমরা, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী নিয়ে তাঁর লেখা বই, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বই, এরকম ১৫০-এর বেশি বই দুটি ব্যাগে একসঙ্গে পাওয়া যাচ্ছে ‘জাগোবাংলা’ স্টলে। বই কেনাবেচার সঙ্গে এখানে প্রতিদিন চলছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা। অংশগ্রহণ করছেন লেখক-বুদ্ধিজীবী-গায়ক ও অন্যান্য ব্যক্তিত্বরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান সুপার ডুপার হিট হয়েছে একাধিকবার। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন নানা কাজের ব্যস্ততার মাঝেও। এবার দেখা যাচ্ছে লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের চাহিদা যেখানে পৌঁছেছে তাঁর লেখা বইগুলির নতুন সংস্করণ ছাপতে হবে প্রকাশকদের।

Latest article