সংবাদদাতা, শালবনি : সদ্যসমাপ্ত কলকাতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দাল গ্রুপ ৬ হাজার কোটি বিনিয়োগ করে শালবনিতে গড়বে পাওয়ার প্ল্যান্ট, এই খবরে জঙ্গলমহলে লাগল খুশির হাওয়া। জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দালের এই ঘোষণায় আশার আলো দেখছেন এলাকার মানুষ। শালবনিতে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানার বদলে ৮০০ মেগা ওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরির আশ্বাস দিয়েছেন তিনি। পরে আরও ১৬ হাজার কোটি লগ্নি করে ওই কেন্দ্রের ক্যাপাসিটি দ্বিগুণ করা হবে বলেও তিনি জানান। ফলে আশায় বুক বাঁধছেন শালবনির জমিদাতারা।
আরও পড়ুন-খুশকি থেকে মুক্তি
কারণ তাঁরা মনে করেন, পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে সেখানে তাঁদের কর্মসংস্থান হবে। দীর্ঘদিন ধরে শালবনিতে জিন্দালদের কারখানা গড়ার পদ্ধতি চলছে। যদিও এখনও পর্যন্ত তার সম্পূর্ণ বাস্তবায়ন বা কর্মসংস্থান শুরু হয়নি। তবে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে নতুন করে সজ্জন জিন্দালের এই ঘোষণার পর ফের আশার আলো দেখতে পাচ্ছেন জঙ্গলমহলের মানুষ। এক জমিদাতা অসিত মাহাত বলেন, ‘২০১৪ থেকে এখানে কারখানা হবে এবং এলাকার জমিদাতারা কাজ পাবেন বলে শুনেছি। তবে এবারই কলকাতায় বাণিজ্য সম্মেলনে সজ্জন জিন্দাল ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন এটা শোনার পর থেকে আমরা অত্যন্ত খুশি। যত দ্রুত এই কাজ বাস্তবায়িত হবে তত তাড়াতাড়ি আমরা কাজ পাব, উপকৃত হব। এখন সেই আশাতেই আছি।’