বিচারবিভাগের শূন্যপদের হিসাব দাবি

এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়েও মালা রায়ের প্রশ্নের জবাবে কোন সদুত্তর মেলেনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের কাছ থেকে।

Must read

প্রতিবেদন: দেশে গত ৩ বছরে বিচারবিভাগে কত পদ শূন্য আছে কেন্দ্রের কাছে তা জানতে চাইলেন তৃণমূল সাংসদ মালা রায়। শুক্রবার এক লিখিত প্রশ্নে তিনি জানতে চান সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত এবং বিভিন্ন নিম্ন আদালতে বিচারপতি ও বিচারকের শূন্য পদের সংখ্যা এখন কত? এব্যাপারে কর্নাটক-সহ বিভিন্ন রাজ্যের গত ডিসেম্বর পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য দাবি করেন সাংসদ মালা রায়। তাঁর জিজ্ঞাস্য, ঝুলে থাকা অজস্র মামলার ওপর এই শূন্যতার প্রভাব কতটা তা কেন্দ্রে বিশ্লেষণ করে দেখেছে কি?

আরও পড়ুন-সাংবাদিকদের পাশে থাকার বার্তা ডেরেকের

এব্যাপারে সংশ্লিষ্টমন্ত্রক কোনও সুনির্দিষ্ট রেকর্ড রেখেছে কি? মালা রায়ের প্রশ্নে স্পষ্টতই অস্বস্তিতে পড়ে যান আইন ও বিচারপ্রতিমন্ত্রী অর্জুন রাম মেগওয়াল। এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়েও মালা রায়ের প্রশ্নের জবাবে কোন সদুত্তর মেলেনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের কাছ থেকে। গোটা দেশে চিকিৎসক ও জনসংখ্যার অনুপাত নিয়ে সুনির্দিষ্ট তথ্য দাবি করেছিলেন মালা রায়। কেন্দ্রীয় হাসপাতালগুলিতে আইসিইউ এবং জেনারেল বেডের হিসেবও দাবি করেছিলেন।

Latest article