পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসকের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

আচমকাই হৃদরোগে প্রয়াত হলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক রানা বিশ্বাস। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার অতিরিক্ত জেলাশাসকের প্রয়াণে শোকের ছায়া জেলা প্রশাসনের অন্দরেও।

পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কর্মরত রানা বিশ্বাস জেলা প্রশাসনের অন্দরে কাজের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সেই কাজের মানুষের প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (প্রাক্তন) ক্যাডারের একজন সদস্য ছিলেন রানা বিশ্বাস। তিনি শুধু একজন দুর্দান্ত অফিসারই ছিলেন না, একজন নিখুঁত ভদ্রলোকও। তাঁর প্রয়াণে আমরা মর্মাহত। তাঁর শোকস্তব্ধ পরিবার পরিজনের প্রতি আমার সমবেদনা।

আরও পড়ুন- মুজিবের স্মৃতি ভাঙার নিন্দা, বাংলাদেশকে কড়া বার্তা ভারতের, তলব রাষ্ট্রদূতকে

দীর্ঘদিন ধরেই নানাবিধ রোগে ভুগছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। রানা বিশ্বাস অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দফতরের কর্মীদের মধ্যেও।

Latest article