SET-এর ফল প্রকাশ: সফল ৩২৮২ জন, চলতি বছরের পরীক্ষার ঘোষণাও

Must read

চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয় প্রকাশ হল কলেজ সার্ভিস কমিশনের স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET)-এর ফল। ৩২৮২ জন উত্তীর্ণ। মার্চের প্রথম সপ্তাহ থেকে সফল পরীক্ষার্থীরা শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। চলতি বছরের ডিসেম্বর মাসে আবারও সেট হবে বলে কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে সেট অনুষ্ঠিত হয়। এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার মাধ্যমে রাজ্য স্তরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে নিয়োগ করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর সেট অনুষ্ঠিত হয়। এবার মোট ৫৮৮৬৭ জন পরীক্ষায় বসেন। রাজ্যের ৩৩টি জেলায় পরীক্ষা নেওয়া হয়। সাত সপ্তাহের মধ্যে শনিবার সেই পরীক্ষার ফল ঘোষণা করল WBCSC। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফল। ৩২৮২ জন পরীক্ষার্থী সফল।

ফল কীভাবে দেখা যাবে-
• প্রথমে ডব্লিউবিসিএসসি-র ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকেই ‘রেজাল্ট’-এর বিজ্ঞপ্তি দেখেতে পাওয়া যাবে
• সেখানে দেওয়া লিঙ্কের সাহায্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করার পর পাওয়া যাবে ‘রেজাল্ট’
• রেজাল্টের প্রিন্টআউট চাইলে ডাউনলোড করা যাবে

চলতি বছর ডিসেম্বরে ফের সেট (SET) নেওয়া হবে।

আরও পড়ুন- পরাজয়ের পর গঠনমূলক ভূমিকা পালনের বার্তা কেজরির! আপ-কংগ্রেসকে নিশানা ওমর-সঞ্জয়ের

Latest article