রাজনৈতিক উদ্দেশ্য আরও স্পষ্ট, বিচার যে লক্ষ্য নয় প্রমাণিত, আরএসএস প্রধানের কাছে মৃত পড়ুয়ার বাবা-মা

Must read

প্রতিবেদন : আর একবার রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট হল আরজি করের মৃত পড়ুয়ার বাবা-মায়ের। মেয়ের মৃত্যু-তদন্ত চাইতে গিয়ে তাঁরা যে ক্রমশ রাজনীতির জটিল আবর্তে পড়ে যাচ্ছেন, শনিবার আর একবার প্রমাণিত হল। খুলে গেল মুখোশ। কেন আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) কাছে? তদন্তের সঙ্গে তাঁদের কী সম্পর্ক, তার উত্তর নেই মৃত পড়ুয়ার বাবা-মায়ের।
বাম-অতিবাম ও বিজেপি পড়ুয়ার মৃত্যু নিয়ে কুৎসিত চক্রান্ত করেছে। বারবার তাদের হাতের পুতুল হয়েছেন মৃত পড়ুয়ার বাবা-মা। তাদের প্ররোচনায় কখনও বলেছেন পুলিশের তদন্তে আস্থা নেই, কখনও বলেছেন সিবিআই তদন্তে বিশ্বাস নেই, কখনও বলছেন অন্য সিবিআই চাই, কখনও বলছেন ট্রায়াল কোর্টে আস্থা নেই, কখনও বলছেন হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে যাব। সেই সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেওয়ার পর আবার হাইকোর্টে ফিরছেন। অর্থাৎ বারবার বয়ান বদল করেছেন। বারবার আইনজীবী বদল করেছেন। বিচারের পর ফাঁসির নির্দেশের পর বিচারককে স্বাগত জানিয়ে পরদিন ফাঁসি ঘোষণা হতেই বদলে ফেলেছেন বয়ান। বলেছেন ফাঁসি চাই না! এর পিছনে উসকানি কয়েকটি রাজনৈতিক দলের। বাবা-মায়ের মানসিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে বারবার। আর শোকার্ত বাবা-মা তাদের পাতা ফাঁদে পা দিয়েছেন।
এবার আরও বড় প্রশ্ন তুলে দিল ভাগবতের সঙ্গে সাক্ষাৎ। কেন ভাগবত? তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি সরকারের কেউ নন। তিনি সিবিআইয়ের কেউ নন। তিনি বিচারপতি নন। এমনকী তিনি আইনজীবীও নন। তাহলে কেন? এই প্রশ্নের জবাব নেই তাঁদের কাছে। যারা বিচার পর্ব চলাকালীন প্রত্যেকদিন বাবা-মায়ের কথা শুনিয়েছে, তারাও এখন ভাগবত পর্ব এড়াতে পারলে বাঁচেন। কারণ, বিচার নয়, বাবা-মায়ের আসল উদ্দেশ্য নিয়েও এবার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট, ক্রমশ খুলে যাচ্ছে মুখোশ। যদিও মৃত পড়ুয়ার বাবা-মায়ের সন্তান হারানোর তীব্র যন্ত্রণার শরিক বাংলার প্রতিটি শুভচিন্তক মানুষ, তৃণমূল কংগ্রেসও।

আরও পড়ুন- মাধ্যমিকের আগে ডেটা ব্যাঙ্ক তৈরি করবে বন দফতর

Latest article