লাভের আশায় রাজনীতিতে আসেননি, জানালেন কেজরি

দিল্লিতে গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করবে আপ।

Must read

প্রতিবেদন: দিল্লিতে গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করবে আপ। শুধু তাই নয়, সামাজিক দায়বদ্ধতা নিয়ে পাশে থাকবে আমজনতারও। মানুষের রায় মাথা পেতে নিয়ে শনিবার দ্বিধাহীন ভাষায় একথা জনালেন, আপসুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি একথাও স্পষ্ট করে দিলেন, লাভের আশায় তিনি রাজনীতিতে আসেননি।

আরও পড়ুন-অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে মামলা পুলিশের

এদিন এক ভিডিও বার্তায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, মানুষ যে আশা নিয়ে বিজেপিকে নির্বাচিত করেছেন, আশা করব তার তা পূরণ করবে। গত ১০ বছরে অনেক কাজ করেছি, দিল্লির শিক্ষা-স্বাস্থ্য, জল ও মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি পরিকাঠামো উন্নয়নের। শনিবার ভিডিওবার্তায় জয়ের জন্য বিজেপিকে অভিনন্দনও জানিয়েছেন আপসুপ্রিমো। কালকাজি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আপের সেকেন্ড ইন কমান্ড অতিশি। কিন্তু বুঝিয়ে দিয়েছেন, ধাক্কাটা দলের পক্ষে বেশ বড় হলেও ভেঙে পড়ছেন না তাঁরা। জানিয়ে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে তাঁদের লড়াই অব্যাহত থাকবে। এদিকে দিল্লির নির্বাচনে বিজেপি বিরোধী দুই দল আপ এবং কংগ্রেসের বিবাদ মোটেই ভালভাবে নেয়নি জোট শরিকরা। নেশন্যাল কনফারেন্স নেতা জম্মু ও কাশ্মীররে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা ক্ষোভের সঙ্গে মন্তব্য করেছেন, নিজের মধ্যে আরও লড়াই করো। একইভাবে গভীর উষ্মা প্রকাশ করেছে উদ্ধবপন্থী শিবসেনা নেতৃত্বও।

Latest article