সংবাদদাতা, আসানসোল : আইএনটিটিইউসির (INTTUC) শ্রমিক সম্মেলন হয়ে গেল আসানসোল রবীন্দ্রভবনে। কানায় কানায় ভর্তি রবীন্দ্রভবনে উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক, বিধায়ক তথা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদ সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক প্রমুখ।
আরও পড়ুন-লাভের আশায় রাজনীতিতে আসেননি, জানালেন কেজরি
ঋতব্রত বলেন, আগে পশ্চিমবঙ্গের চা-বলয়ে এই সংগঠনের নামে আলাদা আলাদা গোষ্ঠী ছিল, ফলে সংগঠন দুর্বল ছিল। কিন্তু বর্তমানে সবাইকে এই সংগঠনের এক ছাতার তলায় নিয়ে আসায় চা-বলয়ে সংগঠন এখন শুধু মজবুত তাই নয়, চা-বলয় বিজেপির ভাঁওতাবাজি বুঝতে পেরেছে। যার প্রতিফলন মাদারিহাটের নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে। তিনি বলেন, ডেউচা পাচামিতে কয়লা উত্তোলনের জন্য খননের কাজ শুরু হয়েছে যেখানে প্রচুর কর্মসংস্থান হবে।