ছত্তীসগঢ়ের বিলাসপুরের (Bilaspur) একটি গ্রামে গত পাঁচ দিনে সাত জনের রহস্যজনক মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিষমদ না কি খাবারে বিষক্রিয়া। ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে রাজ্যের স্বাস্থ্য দফতর। গ্রামবাসীদের যদিও দাবি বিষমদের থেকে সকলের মৃত্যু হয়েছে। মৃতদের সকলেরই বয়স আনুমানিক ৩৫ থেকে ৬০ বছরের মধ্যে। নিজেদের দোষ ঢাকতে গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ জেলা প্রশাসন। প্রশাসনের দাবি, বিলাসপুরের লোফান্দি গ্রামের একটি অনুষ্ঠানের খাবার থেকে বিষক্রিয়া হয়েছে। তবে গ্রামের প্রধান খাবারে বিষক্রিয়ার কথা না মেনে দাবি করেন বিয়ের অনুষ্ঠানে মদ্যপানের আসর বসেছিল। সেই থেকে কিছু হয়ে থাকতে পারে। তবে ঠিক কী থেকে পাঁচ দিনের মধ্যে সাত জনের মৃত্যু হল সেই নিয়ে বাড়ছে উৎকণ্ঠা।
আরও পড়ুন-নারকেলডাঙার অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ১
গত ৫ ফেব্রুয়ারি প্রথম ওই গ্রামে দেবপ্রসাদ পটেল এবং শত্রুঘ্ন দেওয়াঙ্গন নামের দু’জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তার দু’দিন পর আরও পাঁচ জন গ্রামবাসীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক জনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসাবে হাসপাতালের তরফে হৃদ্রোগের বলা হয়। কিন্তু এই অবস্থায় কিভাবে প্রশাসনের অলক্ষেই দেহ সৎকার করা হয় এই নিয়ে উঠছে প্রশ্ন। দাহ হয়ে যাওয়ার ফলে ময়নাতদন্তের কোনও সুযোগ ছিল না। তবে এক জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল, সেটা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। এরপরেই প্রশাসন বিভিন্ন দল তৈরি করে। পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামের প্রতিটি বাড়িতে যাচ্ছেন সরকারি আধিকারিকেরা। কোনও অস্বাভাবিকতা নজরে পড়ছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।