জানুয়ারির শেষ দিকে বাংলা থেকে একপ্রকার বিদায় নিয়েছিল শীত (Winter)। সরস্বতীর পুজোর সময়ে শীত উপভোগ করতে পারেনি বাঙালি। একটা অস্বস্তিকর গরম শুরু হয়েছিল। কিন্তু আপাতত আশা ফিরিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি ‘কামব্যাক’ করছে শীত। ফেব্রুয়ারির শীতলতম সকাল কলকাতায়। মহানগরে পারদ নামল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাড়েহিম করা অবস্থা। বীরভূমে ভোরে তাপমাত্রা নামল ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ও বাঁকুড়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন-কাঠগড়ায় ছত্তীসগঢ়ের প্রশাসন, পাঁচ দিনে সাত গ্রামবাসীর মৃত্যু
আবহাওয়াবিদরা মনে করছেন আপাতত আরও কয়েকদিন শীত বঙ্গেই থেকে যাবে। আগামী দুই দিনে ২ ডিগ্রি মতো বাড়তে পারে তাপমাত্রা। তবে শীতের আমেজ কমবে না। আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে ফের পড়বে পারদ। রাজ্যে শীতের আমেজ ফিরবে। তবে আজকের মতো হবে না, সেই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।