দিল্লির (Delhi) ভোটে প্রায় ১০০ জন মহিলা প্রার্থী লড়েছিলেন। তবে জয়ী হয়েছেন মাত্র পাঁচ জন। আম আদমি পার্টি (আপ)-র একমাত্র আতিশী এবং বিজেপির চার মহিলা প্রার্থী বিধায়ক হয়েছেন। ফলে গত ১০ বছরে দিল্লি বিধানসভায় মহিলা বিধায়কের সংখ্যা এবার সর্বনিম্ন। দিল্লি বিধানসভা ভোটে ১৯৯৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত এবার সবচেয়ে বেশি মহিলা ভোট দিলেও কমেছে বিধায়কের সংখ্যা। চলতি বছর দিল্লি বিধানসভায় ৭০টি আসনে প্রার্থীসংখ্যা ছিল ৬৯৯ জন। মহিলার সংখ্যা ছিল প্রায় ৯৬। বিজেপি এবং আপ ন’জন মহিলাকে প্রার্থী করেছিল। কংগ্রেস সাত জন মহিলাকে প্রার্থীপদ দেয়।
আরও পড়ুন-চতুর্থবার কুম্ভে আগুন, প্রকাশ্যে প্রশাসনিক ব্যর্থতা
২০২০ সালের তুলনায় এবার তিন প্রধান রাজনৈতিক দলের মহিলা প্রার্থীর সংখ্যা বেশি ছিল। মহিলা ভোটারের সংখ্যাও বেশি। মহিলা ভোটারের হার ছিল ৬০.৯ শতাংশ। দিল্লিতে মহিলা ভোটারের সংখ্যা ৭২.৩৬ লক্ষ। ৫ ফেব্রুয়ারি ভোট দিয়েছেন ৪৪.০৮ লক্ষ মহিলা। তবে দিল্লিতে পুরুষ ভোটারের মধ্যে ৬০.২ শতাংশ এবার ভোট দিয়েছেন।দুর্ভাগ্যবশত মহিলা ভোটারের সংখ্যা বাড়লেও দিল্লি বিধানসভায় এবার মহিলা বিধায়কের সংখ্যা বাড়ল না।
আরও পড়ুন-সঙ্কটজনক অবস্থায় দিল্লির হাসপাতালে অভিনেতা উত্তম মহান্তি
দিল্লি বিধানসভায় এবার যে পাঁচ জন মহিলা বিধায়ককে দেখা যাবে, তারা হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী। ৩,৫২১ ভোটে জয়ী হয়েছেন আতিশী। থাকছেন বিজেপির টিকিটে নজফগড় আসনে ৩০ হাজার ভোটে জয়ী নীলম পাহেলওয়ান, শালিমার বাগে বিজেপির টিকিটে জয়ী রেখা গুপ্ত, ওয়াজিরপুর আসনে বিজেপির টিকিটে জয়ী পুনম শর্মা ও সৌরভ ভরদ্বাজকে হারিয়ে জয়ী বিজেপির শিখা রায়।