মিনাখাঁ পুলিশের হস্তক্ষেপে মাধ্যমিকে বসল পরীক্ষার্থী

Must read

পরীক্ষা শুরু অ্যাডমিট কার্ড আনতে ভুল বা পরীক্ষা কেন্দ্র খুঁজে পাচ্ছে না পরীক্ষার্থী, পৌঁছতে পারছে না কেন্দ্রে- ত্রাতা পুলিশ। এই খবর প্রায়ই নজরে পড়ে। কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) প্রথমদিন এক পরীক্ষার্থীকে কার্যত পরীক্ষা বসাল পুলিশ। সাক্ষী মিনাখাঁ। বাবার বাধায় এবার মাধ্যমিক পরীক্ষায় বসাই বন্ধ হতে বসেছিল রেহানা খাতুনের। মিনাখাঁ থানায় গিয়ে সমস্যা জানাতেই চিত্রটা বদলে গেল। বাবাকে থানায় ডেকে বুঝিয়ে, মেয়েকে পরীক্ষা হলে পৌঁছলেন পুলিশ আধিকারিক।

আরও পড়ুন- আরজি করে PHA-র ব্যানার ছেঁড়ার অভিযোগ, সিসিটিভি দেখার দাবি শশী পাঁজার

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরু হল সোমবার। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিশ। বেলা ১১ নাগাদ হঠাৎই থানায় হাজির মালিয়ারি দোথিকানার বাসিন্দা ধুতুরদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেহানা খাতুন। চোখে জল নিয়ে সে জানায়, তার বাবা আনার হসসাইন আকুঞ্জি তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে বাধা দিচ্ছেন। আটকে রেখেছেন অ্যাডমিট কার্ড। এদিকে পরীক্ষাহলে ঢোকার সময় পেরিয়ে যাচ্ছে। মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক জানান, পরীক্ষার্থীর থেকে সব শুনে থানাতেই আনার হসসাইনকে ডেকে পাঠানো হয়। তাঁকে বুঝিয়ে তাঁর থেকে কাগজপত্র নেন থানার অফিসাররা। এর পর মিনাখাঁ থানার সাব ইন্সপেক্টর রাহুল মণ্ডল গড় চণ্ডীবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ছাত্রীটিকে পৌঁছে দেন। কিন্তু ততক্ষণে পরীক্ষা হলে ঢোকার সময় পেরিয়ে গিয়েছে। তবে সাব ইন্সপেক্টর নিজে বিষয়টি বুঝিয়ে বলে ছাত্রীর পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেন। পুলিশের সাহায্যেই জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার বাধা টপকাতে পেরে খুশি রেহানা।

এদিকে আরেক পরীক্ষার্থী মিনাখা গার্লস হাই স্কুলে পরীক্ষাকেন্দ্র হওয়া সত্ত্বেও, ভুল করে গড় চণ্ডীবাড়ি উচ্চ বিদ্যালয়ে চলে যায়। মিনাখাঁ থানার পুলিশ তাকেও তৎক্ষণাৎ পুলিশের গাড়ি করে তার সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। এভাবেই পরীক্ষার্থীদের পাশে রয়েছে রাজ্য পুলিশ।

Latest article