লিগে ফের জট

লকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসির ম্যাচের ভেনু বদল করল আইএফএ।

Must read

প্রতিবেদন : কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসির ম্যাচের ভেনু বদল করল আইএফএ। আগামী ১৩ ফেব্রুয়ারি নৈহাটি স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। যদিও সোমবার আইএফএ-এর তরফ থেকে জানানো হয়েছে, নৈহাটির বদলে ওই ম্যাচ হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। সময় এবং তারিখ একই থাকবে। যদিও ডায়মন্ড হারবার সাফ জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে ১৩ তারিখে খেলা সম্ভব নয়। কারণ ১৪ তারিখে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ম্যাচ এবং ১৬ তারিখে আই লিগ টু-র ম্যাচ রয়েছে।

আরও পড়ুন-রঞ্জি খেলার ফল পাচ্ছি : জাদেজা

ডায়মন্ড হারবার এফসি-র সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, ‘‘আমাদের পক্ষে ১৩ তারিখ খেলা সম্ভব নয়। কারণ ১৪ তারিখ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ম্যাচ রয়েছে। যেখানে আমাদের মূল দলেরও কিছু ফুটবলার খেলে। এছাড়া ১৬ তারিখ আই লিগ টু-র ম্যাচ। ১৩ তারিখ ইস্টবেঙ্গল ম্যাচ হলে ফুটবলাররা পর্যাপ্ত বিশ্রাম পাবে না। ১১ বা ১২ তারিখে ম্যাচ হলে আমরা খেলার জন্য তৈরি।’’
যদিও ডায়মন্ড হারবারের এই যুক্তি মানতে রাজি নয় আইএফএ। সংস্থার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই ম্যাচের তারিখ আর পিছোনো সম্ভব নয়। আইএফএ-এর বক্তব্য, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ম্যাচের জন্য ডায়মন্ড হারবারের আলাদা দল রয়েছে। আর আই লিগ টু-র ম্যাচ কলকাতা লিগের ম্যাচের ৭২ ঘণ্টা পর। ফলে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

Latest article