প্রতিবেদন: দিল্লি জেতার পরেই পাঞ্জাবে (Punjab) ক্ষমতা দখল করার চক্রান্ত শুরু করেছে বিজেপি৷ অপারেশন লোটাসের ছকে এবার পাঞ্জাবের আপ সরকারকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি, এই চক্রান্তের আভাস মেলার পরেই তড়িঘড়ি পাঞ্জাবের বিধায়কদের দিল্লিতে তলব করে জরুরি বৈঠক ডেকেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ ৩৫ জন বিধায়ককে নিজেদের দিকে টানতে বিজেপি গভীর ষড়যন্ত্র করেছে বলে খবর এসেছে বিশেষ সূত্রে।
আরও পড়ুন-মহাকুম্ভের পথে ৩০০ কিমি জুড়ে বিশ্বের বৃহত্তম যানজট
মঙ্গলবার দিল্লিতে ডাকা এই বৈঠকে পাঞ্জাবের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন কেজরিওয়াল নিজেই। তাত্পর্যপূর্ণ হল, ৬ ফেব্রুয়ারি পাঞ্জাব মন্ত্রিসভার বৈঠক স্থগিত করে দেওয়া হয়েছিল দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলের কারণ দেখিয়ে৷ এই বৈঠকের পরিবর্তে যেভাবে তড়িঘড়ি পাঞ্জাবের দলীয় বিধায়কদের দিল্লিতে বিশেষ বৈঠকে তলব করেছেন কেজরিওয়াল, তাতে বিজেপির চক্রান্ত ভেস্তে দিতে আপের শীর্ষ নেতৃত্বের সক্রিয়তা স্পষ্ট হয়ে উঠেছে। আপ তো বটেই কংগ্রেসের তরফেও দাবি জানানো হয়েছে, পাঞ্জাবে অপারেশন লোটাস চালাতে পারে বিজেপি।