ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা যাত্রীর

সোমবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় সঙ্গে সঙ্গে।

Must read

প্রতিবেদন : সোমবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় সঙ্গে সঙ্গে। উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই ব্যাহত হয় পরিষেবা। অফিসফেরত যাত্রীরা সমস্যায় পড়েন। যদিও ময়দান থেকে কবি সুভাষ এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন-এসএসসি মামলা, রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

সর্বশেষ খবর, সমস্যা মিটিয়েই রাতে ফের স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল। কিন্তু ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের সমস্যা বেড়েছে। এর আগেও একাধিকবার মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। আর এরপরই প্রশ্নের মুখে পড়ছে মেট্রোর নিরাপত্তা ও নজরদারির বিষয়টি। যাত্রীদের মতে, মেট্রোর নজরদারির অভাবেই এই ঘটনা ঘটছে বারবার। কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। কোনও ঘটনাতেই তাদের টনক নড়ছে না। এর ফলে নাজেহাল হচ্ছেন মেট্রোর নিত্যযাত্রীরা।

Latest article