সংবাদদাতা, জলপাইগুড়ি : শিক্ষক-শিক্ষিকাদের হাতেই তৈরি হয় ভবিষ্যৎ। সমাজ গড়ার দায়িত্ব তাঁদের। এবার ছাত্রছাত্রীদের তৈরি করার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের উন্নয়নের জন্য শিক্ষক-শিক্ষিকাদের এগিয়ে আসার আহ্বান জানানো হল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলনে।
আরও পড়ুন-এএসআইয়ের দেহ উদ্ধার
রবিবার জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র, জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ। তিনি বলেন, ‘‘করোনার কারণে এখনই প্রাথমিক বিভাগ খোলার কোনওরকম পরিকল্পনা নেই সরকারের। সামনে পুরসভা নির্বাচন। তাই সামাজের অন্যান্য উন্নয়মূলক কাজেও এগিয়ে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।’’ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে প্রান্তিক এলাকার মানুষদের বোঝানোর জন্যও তাঁদের এগিয়ে আসার কথা বলা হয়।