অবশেষে ভোররাত সাড়ে ৩টের সময় মৈপীঠে ধরা পড়ল বাঘ

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি গ্রামবাসীদের সামনেই বনকর্মীদের ওপর হামলা করেছিল এই বাঘটি। সেদিন হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল বাঘটি।

Must read

কুলতলির (Kultali) মৈপীঠের গ্রামের মধ্যে হঠাৎ ঢুকে পড়েছিল বাঘ। এক বনকর্মীর ওপর হামলা করেছিল সেই বাঘ। অবশেষে ভোর সাড়ে ৩টে নাগাদ সেই বাঘটিকে খাঁচাবন্দি করা হয়। রাতে একটি ছাগলকে টোপ হিসেবে রেখে ফাঁদ পেতেছিলেন বনকর্মীরা। ভোররাত সেই ফাঁদে পা দেয় বাঘটি। যে খাঁচার ভিতরে ছাগলটিকে রাখা হয়েছিল, সেখানেই ঢুকে পড়ে বাঘ। আর তারপরেই বন্ধ হয়ে যায় খাঁচার দরজা। বনকর্মীদের অনুমান, ক্ষুধার্লো থাকার ফলেই লোকালয়ে চলে এসেছিল সেই বাঘটি। বাঘটি ধরা পড়ার পরে বন দফতরের ডিএফও জানিয়েছেন, বাঘটি পুরুষ। বয়স আনুমানিক ১০ বছর। খাঁচাবন্দি করার পরেই এর স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে বোন দফতরের তরফে। স্বাস্থ্য পরীক্ষার পর বাঘটিকে ফের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন-২০ ফেব্রুয়ারি নয়া হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি গ্রামবাসীদের সামনেই বনকর্মীদের ওপর হামলা করেছিল এই বাঘটি। সেদিন হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল বাঘটি। বাঘের হামলার শিকার হন এক বনকর্মী। গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকাজুড়েই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৈপীঠে বেশ কয়েকদিনে একাধিকবার বাঘ দেখা গিয়েছে। ৯ ফেব্রুয়ারি রাতে ফের বাঘের দেখা পাওয়া যায় সেখানে। ১০ ফেব্রুয়ারি সকাল থেকে বাঘের খোঁজ শুরু হয়। পায়ের ছাপ দেখে বাঘের সন্ধান শুরু করেন বনকর্মীরা। সেই সময় হঠাৎ ঝোপের পাশে ধানক্ষেতে বনকর্মীদের ওপর হামলা চালায় বাঘটি। ৩ জন বনকর্মীর মধ্যে ১ জনকে কামড়ে ধরে। সঙ্গীকে বাঁচাতে বাকি দুই বনকর্মী লাঠি দিয়ে বাঘটিকে মারে। এরপর সেই বনকর্মীকে ছেড়ে পালায় বাঘ। আহত বনকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন-নতুন চা-পাতা তোলার কাজ শুরু

গ্রামের মধ্যে বাঘের আনাগোনা রুখতে বনের সীমানায় নাইলনের নেট দেওয়া থাকে। সমস্যা হল অনেক সময়ই গ্রামবাসীরা কাঁকড়া ও মাছ ধরতে যাওয়ার জন্যে সেই নাইলনের জাল কেটে ফেলেন। তাই বারবার বাঘের উৎপাত হচ্ছে বলেই মনে করছে প্রশাসন।

Latest article