অনুপম সাহা, তুফানগঞ্জ : নতুন পরিকল্পনা নিয়ে মহিলাদের পাশে এগিয়ে এল রাজ্য সরকার। ভেষজ পণ্য উৎপাদনে আগ্রহী হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের ভাবনাকে বাস্তবায়িত করতে দেওয়া হল প্রশিক্ষণ।
আরও পড়ুন-উন্নয়নের কাজে শিক্ষকরা
তাঁদের তালিম দেন ‘ভেষজ সুরক্ষা’ ও ‘তুলসী গ্রাম’ প্রকল্পের উদ্যোক্তা তথা নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার ডাঃ বাসবকান্তি দিন্দা ও সিএডিসি আধিকারিক মোহাম্মদ আজিজ। ‘ভেষজ সুরক্ষা’ ও ‘তুলসী গ্রাম’ প্রকল্পের মাধ্যমে ভেষজ চাষ ও ব্যবসায় লাভ দেখে এগিয়ে আসেন তুফানগঞ্জ- ১ নম্বর ব্লকের প১২টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ভেষজ চারা, ভেষজ চাষ, ভেষজ পণ্য উৎপাদন বিক্রি করে স্বনির্ভরতার লক্ষ্যে মহিলারা কাজ শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন-এএসআইয়ের দেহ উদ্ধার
ইতিমধ্যে তাঁরা এর সুফল পেতে শুরু করেছেন। নাটাবাড়িতে হল প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবির। ৩৬ জন মহিলা এই কর্মশালায় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে নিবেদিতা পাল, ফুলতী বর্মন, শিপ্রা ভাওয়ালরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি এই উদ্যোগের প্রশংসা করেছেন তাঁরা।