প্রতিবেদন : হাসপাতালে ‘অন ডিউটি’ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মোবাইল ফোনের ব্যবহারে রাশ টানতে আরও কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। এনআরএস মেডিক্যাল কলেজ (NRS Medical College and Hospital) কর্তৃপক্ষ এই মর্মে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের ফলে সরকারি মেডিক্যাল কলেজে আর যথেচ্ছভাবে ‘ফ্রি ওয়াইফাই’ ব্যবহার করা যাবে না। কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করে দিল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব-সহ সবরকম সোশ্যাল মিডিয়া সাইট। ব্লক করা হল প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট, বাণিজ্যিক ওয়েবসাইট, সিনেমা-ওয়েব সিরিজের সাইট, নেটফ্লিক্স, আমাজন প্রাইম, হটস্টার! এমনকী জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিটের মতো ফুড ডেলিভারি অ্যাপগুলিও ব্লক করা হয়েছে। এনআরএসে (NRS Medical College and Hospital) নতুন করে ইন্টারনেটের ফায়ারওয়্যার সিস্টেম বসানো হচ্ছে। হাসপাতালে এই ইন্টারনেট পরিষেবা একমাত্র প্রশাসনিক এবং শিক্ষামূলক কাজেই ব্যবহৃত হবে, সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। একমাত্র খোলা থাকবে কেন্দ্র এবং রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটগুলি, হোয়াটসঅ্যাপ, জিমেইল, ইয়াহু এবং ভিডিও কনফারেন্সের জন্য প্রয়োজনীয় সাইটগুলি।
আরও পড়ুন-ডিউটি ফেলে স্বাস্থ্যসাথীতে প্র্যাকটিস, দুই চিকিৎসককে তলব রাজ্যের