নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি : আগামী মে মাসে দোহা ডায়মন্ড লিগ। আর এই টুর্নামেন্ট দিয়েই নতুন বছরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফিরতে চলেছেন নীরজ চোপড়া। জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা গত মাসেই বিয়ে করেছেন। নতুন জীবনে পা রাখার পর, এটাই নীরজের প্রথম টুর্নামেন্ট হতে চলেছে। প্রসঙ্গত, ২০২৩ সালে দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে প্রথম স্থানে শেষ করেছিলেন নীরজ। গতবার অবশ্য ৮৮.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থানে শেষ করেন।
আরও পড়ুন-মুক্তি, খাঁচা থেকে নিজের ডেরায় জঙ্গলে ফিরল দক্ষিণরায়, স্বস্তি মৈপীঠে
মঙ্গলবার জাতীয় অ্যাথলেটিক্স কোচ রাধাকৃষ্ণন নায়ার জানিয়েছেন, নীরজ দোহা ডায়মন্ড লিগে খেলবে। ও এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রুমে কোচ ইয়ান জেলেনির কাছে ট্রেনিং করছে।’’ প্রসঙ্গত, যাঁর কোচিংয়ে নীরজ দুটো অলিম্পিক পদক জিতেছেন, সেই ক্লস বার্তোনিজের সঙ্গে গত বছরের শেষ দিকে সম্পর্ক ছিন্ন করেছেন। নতুন কোচ হিসাবে নিয়ে এসেছেন জেলেনিকে। যিনি আবার টানা তিনবার (১৯৯২, ১৯৯৬ এবং ২০০০ সাল) অলিম্পিকে সোনা জিতেছেন। জ্যাভলিনের ইতিহাসে সর্বকালের সেরা পাঁচটি থ্রোয়ের মধ্যে তিনটিই জেলেনির। চারবার বিশ্বরেকর্ড ভেঙেছেন তিনি।
অন্যদিকে, নীরজ এখনও ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারেননি। তাঁর সেরা থ্রো ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার। প্যারিস অলিম্পিকে সোনা হাতছাড়া হওয়ার পর নীরজের পাখির চোখ সেপ্টেম্বরে টোকিওতে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। একই সঙ্গে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করার জন্যও মুখিয়ে রয়েছেন তিনি।