প্রতিবেদন: এবারের বাজেটে কর ছাড় নিয়ে কেন এত নাচানাচি করা হচ্ছে? রাজ্যসভায় প্রশ্ন তুলল তৃণমূল। দলের সাংসদ দোলা সেনের বক্তব্য, যাদের ছাড় দেওয়া হচ্ছে, তারা আসলে দেশের মধ্যবিত্তদের ১০ শতাংশ মাত্র৷ বাকি ৯০ শতাংশ লোকের কী হবে? প্রশ্ন তোলেন তিনি৷ এদিকে তৃণমূলের রাজ্যসভার আর এক সাংসদ সাকেত গোখেল মঙ্গলবার মোদি সরকারের বিরুদ্ধে প্রতীকী চার্জশিট জমা দিলেন রাজ্যসভায়। তাঁর অভিযোগ, নোটবন্দির পর থেকে দেশের অর্থনীতি ক্রমেই তলানিতে এসে ঠেকছে। বিমা এবং স্বাস্থ্যবিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার না করে মোদি সরকার সাধারণ মানুষের জীবন কীভাবে দুর্বিষহ করে তুলেছে তা ব্যাখ্যা করেন সাকেত গোখেল।
আরও পড়ুন-আইএসএলে ইস্টবেঙ্গলের ব্যর্থতা, বিদেশি নির্বাচনে বড় গলদ, সরব প্রাক্তনরা
এই প্রসঙ্গেই দেশের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হন দোলা সেন৷ বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম যখন কমছে, তখন আমাদের দেশে কেন পেট্রোল-ডিজেলের দাম কমছে না, প্রশ্ন তোলেন দোলা সেন৷ এই প্রসঙ্গেই দোলার তোপ— এত দাম, খাব কী? তাঁকে সমর্থন জানান তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের তাবড় সাংসদরা৷ গত এক দশকে দেশে যেভাবে বেকারত্ব বেড়েছে, তা সর্বকালীন রেকর্ড, এই বিষয়ে পুরোপুরি চুপ করে থেকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অভিযোগ করেন দোলা৷ এবারের বাজেট বিহারমুখী, এই নিয়ে তাঁদের কোনও ক্ষোভ নেই, বলেন দোলা সেন৷ রাজ্যের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের তীব্র নিন্দা করেন তিনি। দেশের মানুষ এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে মোদি সরকারকে উচিত শিক্ষা দেবে, হুঁশিয়ারি তৃণমূল সাংসদের।