প্রতিবেদন: শীর্ষ আদালতের নির্দেশ কেন অমান্য করল নির্বাচন কমিশন? এই প্রশ্নের মুখে গভীর অস্বস্তিতে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ইভিএম-এর তথ্য যাচাই করার। তার জন্য ডাকার কথা ছিল কোনও নিরপেক্ষ ইঞ্জিনিয়ারকে। অথচ সেই নির্দেশ ভেঙেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শেষ করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের পদক্ষেপে কার্যত অবাক প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। কোনওভাবেই তথ্য মোছা বা নতুন তথ্য যোগ করা যাবে না যাচাই করার সময়, স্পষ্ট নির্দেশ আদালতের। নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগের শুনানিতে মঙ্গলবার অভিযোগকারী এডিআর-এর পক্ষ থেকে অভিযোগ করা হয় ২০২৪ সালের এপ্রিল মাসের সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ অমান্য করা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য যাচাই প্রক্রিয়ায়। সেই অভিযোগের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট প্রশ্ন করে, কেন মুছে ফেললেন তথ্য?
আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে চার্জশিট সাকেতের, করছাড় নিয়ে এত নাচানাচি কেন, প্রশ্ন তুললেন দোলা
প্রধান বিচারপতি এদিন মামলার পর্যবেক্ষণে জানান, আদালতের উদ্দেশ্য ছিল একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। যিনি নির্বাচন শেষ হওয়ার পরে কোনও প্রশ্ন উঠলে তথ্য সহ জানাবেন কোনও তথ্য বিকৃতি হয়নি বা মেমরি ও মাইক্রো-চিপ থেকে কোনও তথ্য নষ্ট করা হয়নি। এটাই নির্দেশ ছিল। তাহলে কেন তথ্য মোছা হল? নির্বাচন কমিশনের কাছে আমরা এত বিস্তারিত পদ্ধতি চাইনি। কোনও তথ্য মুছবেন না বা কোনও তথ্য যোগ করবেন না, স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতির।