‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দাঁতের যত্নে
সিঙ্গুরের শ্মশান
আমি জমি দিতে রাজি হইনি
তাই আমার মৃত্যুর পরেও
আমার মৃতদেহটা গ্রামের শ্মশানে
নিয়ে যেতে দিলে না।
শ্মশানটাকেও দখল করলে।।
শ্মশানটাকেও প্রাচীর দিয়ে
ঢেকে দিলে কেন?
এতো দামি যে গ্রাম্য শ্মশান
তা তো আগে জানতাম না।।
ওখানেও কী হবে তৈরি?
কত দামি গাড়ি,
চুল্লির আগুনের ধোঁয়া
কি গাড়ির ইঞ্জিনে থাকবে।
তবে গাড়ির কারখানার
শ্মশানঘাট প্রিয় ঠিকানা।
আমার দুঃখ রইলো না
আমার শবদেহের স্থান
আমাদের সিঙ্গুরের
গ্রামের শ্মশানে না হলেও
কৃষিজমি কেড়ে নেওয়ার
শেষ শাস্তি যেন
ওই শ্মশানেই হয়।
শ্মশান মা তুমি জাগো
জাগো নিথর আত্মা।
যাক মরেও শান্তি
গরিবের রক্তের নিশানা
খুব পছন্দ জোতদারদের
আমাদের ঢুকতে না দিলেও
ওই গ্রামের শ্মশানেই
যেন জায়গা হয় তোমাদের ভবিষ্যতের।।