শিয়ালদহ স্টেশনে নৈহাটি লোকালের প্যান্টোগ্রাফে আগুনের ফুলকি, আতঙ্কে যাত্রীরা

Must read

ভোর রাতে শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) ছড়ালো আগুন আতঙ্ক। ৫ নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালের প্যান্টোগ্রাফে স্ফুলিঙ্গ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও সেই মুহূর্তে স্টেশন চত্বরে লোকজন কম থাকায় এবং ট্রেনটি ফাঁকা থাকার জন্য বড় বিপদ এড়ানো গেছে। দ্রুত ট্রেনটিকে স্টেশন থেকে কারশেডে পাঠানো হয়। হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন- কী ঘটেছিল সেই রাতে, বিস্ফোরক সাক্ষাৎকার নিউটাউন-কাণ্ডে ধৃতের স্ত্রীর

পূর্ব রেল সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টে ৮ মিনিটে শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল। আচমকাই প্রথম কামরার ওপরে প্যান্টোগ্রাফ, ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। ধোঁয়া বাড়তেই আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। বিকল্প EMU রেক আনার পর, ৪টে ১৯ মিনিটে রওনা দেয় সকালের প্রথম নৈহাটি লোকাল। আপাতত স্বাভাবিক রয়েছে ট্রেন পরিষেবা।

Latest article