চা-শিল্পে কৃষি আয়কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি

Must read

প্রতিবেদন : কেন্দ্রের বাজেটে এবারেও ব্রাত্য ছিল চা-শিল্প। এই শিল্পকে তুলে ধরার জন্য কোনও ঘোষণা হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলার চা-শিল্প। একমাত্র রাজ্য বাজেটেই চা-শিল্পের আরও উন্নয়নের কথা ভাবা হয়। তাই রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে থাকে চা-বলয়। আশা থাকে নতুন ঘোষণার। এবারও তাই হল। রাজ্য সরকার এই শিল্পকে সাহায্য করার জন্য আগেই এই শিল্পে কৃষি আয়কর ছাড়ের স্কিম চালু করেছে। এই ছাড়ের সুবিধা আরও একবছর বাড়িয়ে ৩১.০৩.২০২৬ পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে উপকৃত হবে চা-শিল্প। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একামত্র চা-শিল্পের কথা ভেবেছেন। তাঁর উদ্যোগেই চা-শিল্পে এসেছে উন্নয়নের জোয়ার।

আরও পড়ুন-আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোনে বরাদ্দ হল ২০০ কোটি

Latest article