প্রতিবেদন: নির্মলাদেবী আপনার উজালার কী হল? আপনি বাংলা নিয়ে কম ভাবুন। আগে নিজেদের দুর্নীতি সামলান। বুধবার রাজ্য বাজেট পেশের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-প্রতুলকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
সংসদের অধিবেশন থেকে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন। এদিন তার প্রতিটি কথার পাল্টা জবাব দিয়ে ১০ গোল দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলা সীতারামনকে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। নির্মলাদেবী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। আপনার উজালার কী হল? আপনার নামের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম। ভোটের সময় আপনি উজালা করেছিলেন। এখন সেই উজালার কী ভবিষ্যৎ? আপনি তো কিছুই করেন না। একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়েও বাংলাকে নিশানা করেন তিনি। এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনি তো খালি ভাষণ দেন। কোথায় গেল উজালার সেই টাকা? আজ তো শুধু আমরা না, আপনার গুজরাতও বলছে টাকা পাওয়া যায়নি। রাজ্যকে আপনারা টাকা দেননি। সব কিছুই আপনারা কন্ট্রোল করছেন আর গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছেন।