জলস্বপ্ন নাম বদল নিয়ে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় প্রকল্পের নামবদলের যুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, কেন আমরা জলস্বপ্ন কেন বলি? কারণ এটা বাংলা শব্দ।

Must read

প্রতিবেদন : কেন কেন্দ্রীয় প্রকল্পে দিল্লির চাপিয়ে দেওয়া হিন্দি নাম থাকবে বাংলায়? এ-রাজ্যে প্রকল্পের নাম হবে বাংলা ভাষাতেই! কেন্দ্রের জল জীবন মিশনের নাম পাল্টে ‘জলস্বপ্ন’ রাখা নিয়ে বিজেপির অভিযোগের পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-আগে নিজেদের দুর্নীতি সামলান, ঠেস নির্মলাকে

বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ উগরে বলেন, দিল্লি একটা নাম চাপিয়ে দেবে, আর আমাদের সেইমতো নাম করতে হবে কেন? গত সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ‘জলস্বপ্ন’ প্রকল্পের কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেইসময় গদ্দার অধিকারী কেন্দ্রীয় প্রকল্পের নামবদলের নালিশ করে বাজার গরম করার চেষ্টা করে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা নিয়ে মোক্ষম জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেন দিল্লির দেওয়া নামেই প্রকল্পের নামকরণ করতে হবে? বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে? বাংলার কি নিজস্ব ভাষা নেই? নাকি বাংলার কোনও সংস্কৃতি নেই? আমরা এখানে হিন্দি, উর্দু, নেপালি, অলচিকি-সহ সব ভাষাকে সম্মান দিই। সব ভাষাকেই স্বীকৃতি দিই।
কেন্দ্রীয় প্রকল্পের নামবদলের যুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, কেন আমরা জলস্বপ্ন কেন বলি? কারণ এটা বাংলা শব্দ। মিশনটা ইংরেজি শব্দ। যেখানে-যেখানে দেওয়া সম্ভব, সেখানে কোথাও কোথাও ওঁদের শব্দ ব্যবহার করি। আমরা বাংলার বাড়ি কেন বলছি? কারণ, এর মধ্যে আমার রাজ্যের নাম আছে। প্লাস এটা সহজ কথা, গ্রামের মানুষরা বুঝতে পারবে। কথার মধ্যেও বাঁধুনি থাকে। কথা যত সহজ হবে, মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে।

Latest article